• Today: August 02, 2025

কুড়িগ্রাম সরকারি কলেজে সাপ্তাহিক পাঠচক্রের আসর "প্রয়াস" অনুষ্ঠিত

02 August, 2025
200

এসো শিখি, এসো শেখাই স্লোগানকে সামনে রেখে গ্রীন ভয়েস, কুড়িগ্রাম সরকারি কলেজ শাখার নিয়মিত পাঠচক্রের আসর 'প্রয়াস' আজ কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে।

পাঠচক্রে আলোচ্য বিষয় কুড়িগ্রাম জেলার বন্যা নিয়ে আলোচনা করেন রোকনুজ্জামান স্বাগত, কুড়িগ্রামের দর্শনীয় স্থান নিয়ে আলোচনা করেন জেনিফা রাফি এবং বিখ্যাত ব্যাক্তিত্ব নিয়ে আলোচনা করেন রন্জিতা আক্তার রক্সি। পাঠচক্রটি সঞ্চালনা করেন উন্মে কুলসুম শিলা।

পাঠচক্র শেষে অনার্স ১ম বর্ষের পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী প্রদান করা হয়। সে সময় উপস্থিত ছিলেন গ্রীন ভয়েস কুড়িগ্রাম সরকারি কলেজ শাখার সম্মানিত উপদেষ্টা মোঃ শহিদুল ইসলাম স্যার। 

এছাড়াও উপস্থিত ছিলেন গ্রীন ভয়েস,  কুড়িগ্রাম সরকারি কলেজ শাখার সভাপতি তহ্নি বণিক, সাধারণ সম্পাদক সাদমান হাফিজ স্বপ্নসহ অন্যান্য সদস্যবৃন্দ। সকলের উপস্থিতিতে প্রানবন্ত হয়ে উঠে আজকের পাঠচক্রের আসর।

Tags

Comment